প্রতিরক্ষামন্ত্রক
মালাবার মহড়া ২০১৯
Posted On:
25 SEP 2019 4:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
২৩-তম ত্রিদেশীয় মালাবার নৌ-মহড়া ২০১৯ শুরু হচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। জাপান উপকূলে আয়োজিত এই নৌ-মহড়ায় ভারত ছাড়াও আমেরিকা এবং জাপান এতে অংশ নেবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরণের ক্ষেপনাস্ত্র ধ্বংসকারী দ্রুতগামী ভারতীয় রণতরী সোহাদ্রী এবং এ এস ডাব্লু কোরভিতি কিলতান এই নৌ-মহড়ায় অংশ নেবে। পূর্বাঞ্চলীয় ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং-এর নৌসেনা আধিকারিক সুরজ বেরী ইতিমধ্যেই রণতরী দুটিকে নিয়ে জাপানের সাসিবো উপকূলে পৌঁছে গিয়েছেন। এছাড়াও রণতরী দুটির দূরবর্তী উপকূলীয় অঞ্চলের নজরদারি ‘পি8I’ শ্রেণীভুক্ত বিমানও এই নৌ-মহড়ায় অংশ নেবে। আমেরিকার নৌবাহিনীর লস অ্যাঞ্জেল্স শ্রেণীভুক্ত ডুবোজাহাজ ধ্বংসকারী ইউএসএস ম্যাকক্যাম্বেল এবং দূরবর্তী উপকূলীয় অঞ্চলে নজরদারি ‘পি8A’ শ্রেণীভুক্ত বিমানও এই মহড়ায় অংশ নেবে। জাপান মিলিটারি সেল্ফ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) জুমো শ্রেণীভুক্ত হেলিকপ্টার ধ্বংসকারী জেএস কাগা, ক্ষেপনাস্ত্র ধ্বংসকারী জেএস সামিদারি ও চৌকাই এবং দূরবর্তী উপকূলীয় অঞ্চলে নজরদারি ‘পি1’ শ্রেণীভুক্ত বিমানও এই মহড়ায় অংশ নেবে।
ভারত, জাপান এবং আমেরিকার মধ্যে নৌ-সহযোগিতাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে এবং নিজেদের ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে মালাবার ২০১৯ নৌ-মহড়ার আয়োজন করা হয়েছে। এই নৌ-মহড়ায় জল, স্হল এবং আকাশপথে শত্রুপক্ষকে দমন, ডুবোজাহাজ ধ্বংস, উপকূলীয় বিধি মেনে কার্যপ্রণালী স্হির করা, নৌ তল্লাশী এবং বাজেয়াপ্ত ও প্রযুক্তিগত বিষয়গুলি তুলে ধরা হবে। এমনকি এই নৌ-মহড়ায় অংশগ্রহণকারী তিন দেশের নৌ-আধিকারিকরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভারতীয় বিমান এবং রণতরীর এই নৌ-মহড়ায় অংশগ্রহণের ফলে তিন দেশের মধ্যে উপকূলীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেশি বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তাও সুনিশ্চিত হবে। আগামী চৌঠা অক্টোবর পর্যন্ত চলবে নৌ-মহড়া।
CG/SS/NS
(Release ID: 1586147)
Visitor Counter : 121