পরিবেশওঅরণ্যমন্ত্রক

জাতীয় সম্পদ কার্যকরভাবে ব্যবহারের নীতি প্রকাশের ওপর মতামত আহ্বান

Posted On: 20 AUG 2019 4:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ অগাস্ট, ২০১৯

 

 

 

আর্থিক বিকাশের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারত দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ। ভারতের জাতীয় আয় (জিডিপি) এখন ২.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ১৯৭০ সালে পণ্যসামগ্রীর ব্যবহার যেখানে ছিল ১.১৮ বিলিয়ন টন, সেখানে ২০১৫ সালে তা ছ’গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭ বিলিয়ন টন। জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং মানুষের চাহিদা বৃদ্ধির ফলেই পণ্যসামগ্রীর ব্যবহার বেড়েছে। বর্ধিত চাহিদা মেটাতে বিকল্প কাঁচামালের ব্যবহারের ফলে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ কমেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ২৫শে জুলাই জাতীয় সম্পদ কার্যকরভাবে ব্যবহারের নীতি প্রকাশ করেছে। এব্যাপারে বিভিন্ন বেসরকারি সংস্থা, স্বত্ত্বাধিকারী ও বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়েছে।

 

এই নীতিতে পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষার মতো বিষয়গুলিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই নীতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে মন্ত্রকের ওয়েবসাইটে - http://moef.gov.in/draft-national-resource-efficiency-policy2019-inviting-comments-and-suggestions-of-stakeholders-including-publicprivate-organization-experts-and-concerned-citizens/

 

এই নীতির বিষয়ে মতামত জানানোর শেষ দিন ২৮শে অগাস্ট।

 

 

 

CG/SS/DM


(Release ID: 1582418) Visitor Counter : 675


Read this release in: English