অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

উড়ান কর্মসূচিতে আরো ৮টি রুট চালু হল

Posted On: 22 JUL 2019 5:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুলাই, ২০১৯

 

 

 

     দেশে আঞ্চলিক পর্যায়ের যোগাযোগ আরো বাড়িয়ে তুলতে, অসামরিক বিমান চলাচল মন্ত্রক আঞ্চলিক সংযোগ প্রকল্প- উড়ে দেশ কা আম নাগরিক/উড়ানের আওতায় আরো ৮টি নতুন রুট চালু করেছে। এরমধ্যে ২টি উত্তর-পূর্বাঞ্চলের রুট রয়েছে।

 

প্রস্হান বিমানবন্দর (রাজ্য)

আগমন বিমানবন্দর (রাজ্য)

বিমানসংস্হা

যাত্রারম্ভের তারিখ

মাইসোর (কর্ণাটক)

হায়দ্রাবাদ(তেলেঙ্গানা)

অ্যালায়েন্স এয়ার

১৯ জুলাই

হায়দ্রাবাদ(তেলেঙ্গানা)

মাইসোর (কর্ণাটক)

অ্যালায়েন্স এয়ার

১৯ জুলাই

মাইসোর (কর্ণাটক)

গোয়া

অ্যালায়েন্স এয়ার

১৯ জুলাই

গোয়া

মাইসোর (কর্ণাটক)

অ্যালায়েন্স এয়ার

১৯ জুলাই

মাইসোর (কর্ণাটক)

কোচিন (কেরালা)

অ্যালায়েন্স এয়ার

১৯ জুলাই

কোচিন (কেরালা)

মাইসোর (কর্ণাটক)

অ্যালায়েন্স এয়ার

১৯ জুলাই

কলকাতা (পশ্চিমবঙ্গ)

শিলং (মেঘালয়)

ইন্ডিগো (উত্তরপূর্বাঞ্চলীয় রুট)

২০ জুলাই

শিলং (মেঘালয়)

কলকাতা (পশ্চিমবঙ্গ)

ইন্ডিগো (উত্তরপূর্বাঞ্চলীয় রুট)

২০ জুলাই

 

 

     এর ফলে এ পর্যন্ত উড়ান কর্মসূচির আওতায় রুটের সংখ্যা বেড়ে হল ১৯৮।

 

 

 

CG/CB/NS



(Release ID: 1579780) Visitor Counter : 135


Read this release in: English