অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
উড়ান কর্মসূচিতে আরো ৮টি রুট চালু হল
Posted On:
22 JUL 2019 5:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুলাই, ২০১৯
দেশে আঞ্চলিক পর্যায়ের যোগাযোগ আরো বাড়িয়ে তুলতে, অসামরিক বিমান চলাচল মন্ত্রক আঞ্চলিক সংযোগ প্রকল্প- উড়ে দেশ কা আম নাগরিক/উড়ানের আওতায় আরো ৮টি নতুন রুট চালু করেছে। এরমধ্যে ২টি উত্তর-পূর্বাঞ্চলের রুট রয়েছে।
প্রস্হান বিমানবন্দর (রাজ্য)
|
আগমন বিমানবন্দর (রাজ্য)
|
বিমানসংস্হা
|
যাত্রারম্ভের তারিখ
|
মাইসোর (কর্ণাটক)
|
হায়দ্রাবাদ(তেলেঙ্গানা)
|
অ্যালায়েন্স এয়ার
|
১৯ জুলাই
|
হায়দ্রাবাদ(তেলেঙ্গানা)
|
মাইসোর (কর্ণাটক)
|
অ্যালায়েন্স এয়ার
|
১৯ জুলাই
|
মাইসোর (কর্ণাটক)
|
গোয়া
|
অ্যালায়েন্স এয়ার
|
১৯ জুলাই
|
গোয়া
|
মাইসোর (কর্ণাটক)
|
অ্যালায়েন্স এয়ার
|
১৯ জুলাই
|
মাইসোর (কর্ণাটক)
|
কোচিন (কেরালা)
|
অ্যালায়েন্স এয়ার
|
১৯ জুলাই
|
কোচিন (কেরালা)
|
মাইসোর (কর্ণাটক)
|
অ্যালায়েন্স এয়ার
|
১৯ জুলাই
|
কলকাতা (পশ্চিমবঙ্গ)
|
শিলং (মেঘালয়)
|
ইন্ডিগো (উত্তরপূর্বাঞ্চলীয় রুট)
|
২০ জুলাই
|
শিলং (মেঘালয়)
|
কলকাতা (পশ্চিমবঙ্গ)
|
ইন্ডিগো (উত্তরপূর্বাঞ্চলীয় রুট)
|
২০ জুলাই
|
এর ফলে এ পর্যন্ত উড়ান কর্মসূচির আওতায় রুটের সংখ্যা বেড়ে হল ১৯৮।
CG/CB/NS
(Release ID: 1579780)
Visitor Counter : 166