প্রধানমন্ত্রীরদপ্তর

মুম্বাইতে বাড়ি ভেঙে প্রাণহানীর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

Posted On: 17 JUL 2019 12:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জুলাই, ২০১৯

 

 

       প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের ডোঙরিতে বাড়ি ভেঙে প্রাণহানীর ঘটনায় শোক জ্ঞাপন করেছেন।

 

     এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুম্বাই-এ ডোঙরিতে একটি বাড়ি ভেঙে পরার ঘটনা দুঃখজনক। এই ঘটনায় যে সমস্ত পরিবার তাঁদের নিকজনদের হারিয়েছেন, আমি তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্হ হয়ে উঠুন। মহারাষ্ট্র সরকার, এনডিআরএফ এবং স্হানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজ চালাচ্ছেন এবং দুর্গতদের সাহায্য করছেন।

 

 

 

CG/CB/NS


(Release ID: 1579060) Visitor Counter : 135


Read this release in: English