কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়োগ সংক্রান্ত কমিটির নিযুক্তি

Posted On: 12 JUL 2019 2:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১২ ২জুলাই, ২০১৯

 

 

    কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি শ্রী বিকাশ স্বরুপকে বিদেশ মন্ত্রকের সচিব (কনসুলার, পাসপোর্ট, ভিসা, ভারতীয় বংশোদ্ভুত ও প্রবাসী ভারতীয় শাখা) পদে নিয়োগ করেছে। পয়লা আগস্ট থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। শ্রী স্বরুপ ১৯৮৬ ব্যাচের আইএফএস অফিসার। বর্তমানে তিনি ওটোয়ায় ভারতীয় হাই-কমিশনার পদে নিযুক্ত রয়েছেন।

 

 

CG/CB/NS


(Release ID: 1578497) Visitor Counter : 101
Read this release in: English