শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

ইপিএফ পেনশনারদের রাজ্যভিত্তিক তথ্য

Posted On: 11 JUL 2019 2:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জুলাই, ২০১৯

 

 

    এমপ্লয়িজস পেনশন স্কিম (ইপিএফ) ১৯৯৫-প্রকল্পে চলতি বছরের জুন মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে মোট ৬৪,৯৩,৯২৩ জন পেনশনভোগীকে ৭৫৯,৭৮,৩৩,৭৫৮ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ৫ লক্ষ ৭২ হাজার ৪৫৭ জন পেলশন সুবিধাভোগী ৬৪৭৩৯৩৫৩৭ টাকা পেয়েছেন।

 

    ইপিএফ-এর পেনশনভোগীরা যাতে কোনরকম সমস্যা ছাড়াই পেনশনের সুবিধা পেতে পারেন, তারজন্য কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।

 

    পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্হা করা হয়েছে। পেনশনভোগীরা তাঁদের জীবন প্রমাণপত্র অনলাইনে জীবন প্রমাণ অথবা উমঙ্গ অ্যাপের মাধ্যমে জমা দিতে পারবেন।

 

    রাজ্যসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান, শ্রম ও কর্মচারি দপ্তরের মন্ত্রকের স্বাধীন প্রতিমন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার।

 

 

CG/ SS/NS


(Release ID: 1578343) Visitor Counter : 127
Read this release in: English