কৃষিমন্ত্রক

এম-কিষাণ পোর্টাল

Posted On: 03 JUL 2019 10:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ জুলাই, ২০১৯

 

 

কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছে এম-কিষাণ পোর্টাল। এখান থেকে এসএমএস এবং ভয়েসের মাধ্যমে কৃষকরা নির্দিষ্ট ফসলের বিষয়ে তথ্য ও পরামর্শ পেতে পারেন। এম-কিষাণ পোর্টালটি হ’ল http://mkisan.gov.in পূর্ণ তথ্য জানতে এবং উত্তর পেতে কৃষকদের এই পরিষেবায় নাম নথিভুক্ত করতে হবে। ভয়েস পরিষেবার মাধ্যমে কৃষকরা আবহাওয়ার বিষয়ে আগে থেকে জানতে পারবেন। বাংলা সহ ১২টি ভাষায় কৃষকরা এই পরিষেবা পাবেন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে এম-কিষাণ পোর্টালে নাম নথিভুক্ত করেছেন ১ লক্ষ ৭৯ হাজার ৮৭২ জন।

 

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমার।

 

 

CG/SS/SB



(Release ID: 1576989) Visitor Counter : 163


Read this release in: English