স্বরাষ্ট্র মন্ত্রক

সীমান্ত এলাকা উন্নয়ন কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গ সহ দেশের ১৭টি রাজ্য

Posted On: 03 JUL 2019 1:02PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ০২  জুলাই, ২০১৯

 

 

    পশ্চিমবঙ্গ সহ দেশের ১৭টি রাজ্য প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সীমান্ত এলাকা উন্নয়ন কর্মসূচি রূপায়ণ করে থাকে। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচলপ্রদেশ, অসম, বিহার, গুজরাট, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্চাব, রাজস্হান, সিকিম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ড। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলকে এ-খাতে অর্থ দিয়ে থাকে। রাজ্যসরকার এই আর্থিক সাহায্যের পরিবর্তে জেলা অনুযায়ী বরাদ্দ ঠিক করে। বিগত তিন বছরে অর্থাৎ ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯-এর মধ্যে এই ১৭টি রাজ্যকে যথাক্রমে ১০১৫ কোটি, ১১০০ কোটি এবং ৭৭০.৬২ কোটি টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গকে ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯-এর যথাক্রমে ১০৮.৩২ কোটি টাকা, ১২২ কোটি টাকা এবং ৮৫.৪০ কোটি টাকা দেওয়া হয়েছে।

 

    আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।

 

 

 

CG/SSS/NS


(Release ID: 1576773)
Read this release in: English