তথ্যওসম্প্রচারমন্ত্রক
প্রথম আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মানের জন্য আবেদন জমা দেওয়া যাবে ৫ জুলাই পর্যন্ত
Posted On:
26 JUN 2019 10:24PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৬ জুন ২০১৯
মুদ্রণ এবং বেতার ও টেলিভিশন অর্থাৎ বৈদ্যুতিন মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস ২০১৯ এর খবর প্রচুর জায়গা করে নিয়েছে। এই প্রেক্ষিতে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মানের জন্য ইচ্ছুক প্রতিযোগীদের আবেদনপত্র জমা দেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ৫ জুলাই এর মধ্যে aydms.mib[at]gmail[dot]com এই ইমেল ঠিকানায় প্রতিযোগিতায় ইচ্ছুক অংশগ্রহণকারীরা তাঁদের আবেদন পাঠাতে পারবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েব সাইটে প্রতিযোগিতার নিয়মাবলী বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে।
CG/CB
(Release ID: 1575908)
Visitor Counter : 134