ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

কেন্দ্রীয় ক্রেতা ও উপভোক্তা বিষয়ক, খাদ্য এবং গণবন্টন মন্ত্রী শ্রী রামবিলাস পাসোয়ান ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভবিষ্যতের রূপরেখা উপস্থাপন করে

একটি শস্যকণা নষ্ট না হওয়া নিশ্চিত করার আহ্বান জানান

Posted On: 07 JUN 2019 5:42PM by PIB Kolkata

     কেন্দ্রীয় ক্রেতা উপভোক্তা বিষয়ক, খাদ্য এবং গণবন্টন মন্ত্রী শ্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, তাঁর মন্ত্রকের মূল লক্ষ্য হল কৃষকদের কঠোর পরিশ্রমে উৎপাদিত শস্যকণার একটি দানাও যেন নষ্ট না হয়, তা সুনিশ্চিত করা পাশাপাশি সরকার নির্ধারিত ন্যূনতম    সহায়ক মূল্য যেন কৃষকরা পান এবং এই প্রক্রিয়ায় কোন দুর্নীতি যেন না হয় তা নজর রাখতে হবে শ্রী রামবিলাস পাসোয়ান এক সাংবাদিক সম্মেলনে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফ সি আই)- এর ভবিষ্যৎ রূপরেখা জানাতে গিয়ে একথা জানান   

     মন্ত্রী বলেন, সান্তা কুমার কমিটির সুপারিশগুলি অনুসারে এফ সি আই-এর কাজকর্ম  ঠিকভাবে হওয়া এবং সেই কাজে যেন গতি থাকে সে ব্যাপারে নজর রাখতে হবে   তিনি এও বলেন, দেশ জুড়ে ১০০ লক্ষ টন বায়ুরোধী শস্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে পূর্ববর্তী সরকারের আমলে দেশে যত সংরক্ষণাগার গড়ে তোলা হয়েছে, তাতে .৭৫ লক্ষ টন শস্য সংরক্ষণ করা যাবে এখন যে প্রকল্পগুলির কাজ চলছে তাতে আরো ২২ লক্ষ টন শস্য  সংরক্ষণ সম্ভব হবে বায়ুরোধী শস্য সংরক্ষণাগারের জন্য দরকার . কিলোমিটার দীর্ঘ রেল সাইডিং  সাইডিং নির্মাণে সমস্যার জন্য এই ধরণের সংরক্ষণাগার নির্মাণ করা যাচ্ছে না এই নিয়মের কিভাবে পরিবর্তন ঘটানো যায়, সেই বিষয়ে ৯০ দিনের মধ্যে রাইটসকে  এফ সি আই- এর কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ২০২১ সালের মধ্যে মোট ১০০ লক্ষ টন ক্ষমতাসম্পন্ন বায়ুরোধী শস্য সংরক্ষণাগার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে, ২০২২ সালে গম সংরক্ষণ শুরু করা যাবে  

শ্রী পাসোয়ান আর- জানান, সরকার নির্ধারিত  ন্যূনতম  সহায়ক মূল্য কৃষকরা যাতে  পান, তা  নিশ্চিত করতে আগের মতই গম, চাল সংগ্রহ করা হবে গত রবি মরশুমে ৩৩৮ লক্ষ টন গম সংগ্রহ সংগ্রহ করা হয়েছে ২০১৮-১৯ সালে ৪২৩ লক্ষ টন চাল সংগ্রহ করা হয় এর মধ্যে ৩৪১ লক্ষ টন চাল এফ সি আই-এর কাছে এসেছে  

শ্রী পাসোয়ান বলেন, এখন দুই পর্যায়ে অনলাইনের মাধ্যমে স্বচ্ছভাবে এফ সি আই কর্মী নিয়োগ করা হচ্ছে গত জুন নিয়োগের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে এখন দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে, যা জুলাই এর দ্বিতীয় সপ্তাহে শেষ হবে জুলাই মাসেই ক্যাটেগরি এর ৭৭ টি শূন্যপদ এবং ক্যাটেগরি বিএর ৩৬৭ টি পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে    

বর্তমানে এফ সি আই -এর চুক্তি- ভিত্তিক ছাড়াও দপতরের নিজস্ব কর্মী, কাজে না যোগ দিলে মজুরি পাওয়া যাবে না এবং ডেইলি পেমেন্ট সিস্টেম এই তিন রকমের শ্রমিকই কাজ করেন শ্রী  পাসোয়ান বলেন এই তিন রকম ব্যবস্থার অবসান ঘটিয়ে শ্রমিকদের স্বার্থ বজায় রেখে সরকারের কাছে এক ব্যবস্থার আওতায় সকলকে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে বিষয়ে ইউনিয়নগুলির সঙ্গে আলোচনাও করা হচ্ছে   

এছাড়া, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমের এফ সি আই -তে মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নতি ঘটাতে আগস্ট মাস থেকে একটি ব্যবস্থার জন্য পরিকল্পনা নেওয়া হবে যার ফলে এফ সি আই এর ১৯৬ টি দপ্তরের ২২ হাজার কর্মচারীর সুবিধার্থে ২০২০ সালে কাজ শুরু করা যাবে   

মন্ত্রী জানান, বেশি সমন্বয়ের লক্ষে এফ সি আই, সি ডব্লু সি -এর গুদামগুলিকে অন লাইনের মাধ্যমে যুক্ত করা এবং রাজ্য সরকারগুলির  কৃষি মন্ত্রী এবং মন্ত্রকের সচিবদের সঙ্গে  জুলাই মাসে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে   

 

SSS/CB/7th  June 2019…..


(Release ID: 1573814) Visitor Counter : 123
Read this release in: English