নির্বাচনকমিশন

উত্তরপ্রদেশে গত সাধারণ নির্বাচনের পর ৫৫ লক্ষের বেশি নতুন ভোটদাতা, এদের মধ্যে ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৬.৭৫ লক্ষ

Posted On: 09 APR 2019 3:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ এপ্রিল, ২০১৯

 

    উত্তরপ্রদেশে ৭ দফায় ৮০টি লোকসভা আসেনরে জন্য ভোটগ্রহণ করা হবে। ১৪,৪৩,১৬,৮৯৩ জন ভোটদাতা তাদের মতাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ৭৭,৯৪,১৫৭৭ জন পুরুষ। মহিলা ভোটদাতা ৬৬,১১,১৯৪১ জন। অন্যান্য ভোটদাতার সংখ্যা ৮৩৭৪।

 

    গত সাধারণ নির্বাচনের থেকে ভোটদাতার সংখ্যা বেড়েছে ৫৫,০৬,৩৩৬, অর্থাৎ ৩.৯৬ শতাংশ। এদের মধ্যে ১৮-১৯ বছর বয়সী ভোটদাতার সংখ্যা ১৬,৭৫,৫৬৭।

 

    রাজ্যের ৮০টি লোকসভা কেন্দ্রে যে ৭ দফায় নির্বাচন হবে, তার প্রথম দফা ১১ই এপ্রিল। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজ্য জুড়ে ১,৬৩,৩৩১-টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে।

 

    প্রসঙ্গত, ২০১৪র সাধারণ নির্বাচনে উত্তরপ্রদেশে ভোটদানের হার ছিল সবথেকে বেশি- ৫৮.৪৪ শতাংশ।

 

 

CG/CB/NS


(Release ID: 1570264)
Read this release in: English