প্রতিরক্ষামন্ত্রক

সাহসিকতা ও বিশিষ্ট সেবা পদক প্রদান করলেন রাষ্ট্রপতি

Posted On: 14 MAR 2019 4:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মার্চ, ২০১৯

 

 

রাষ্ট্রপতি ভবনে আজ (১৪ই মার্চ) একটি ভাবগম্ভীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক শ্রী রামনাথ কোবিন্দ সাহস, অদম্য শৌর্য এবং বিশ্বস্তভাবে সেবার জন্য তিনটি কীর্তি চক্র এবং ১৫টি শৌর্য চক্র প্রদান করলেন সশস্ত্র বাহিনীর আধিকারিকদের। দুটি কীর্তি চক্র এবং একটি শৌর্য চক্র দেওয়া হল মরণোত্তর। একইসঙ্গে, রাষ্ট্রপতি ১৫টি পরম বিশিষ্ট সেবা মেডেল, একটি উত্তম যুদ্ধ সেবা মেডেল এবং ২৫টি অতি বিশিষ্ট সেবা মেডেল প্রদান করলেন সশস্ত্র বাহিনীর বরিষ্ঠ আধিকারিকদের ব্যতিক্রমী বিশিষ্ট সেবার জন্য। পদক প্রদানের ক্রমানুসারে, পুরস্কারপ্রাপ্তদের তালিকা নিম্নরূপ :

কীর্তি চক্র

৩০০৭৬৭৮ওয়াই সেপাই ব্রহ্মপাল সিং, রাষ্ট্রীয় রাইফেল্‌স-এর রাজপুত রেজিমেন্টের ৪৪ ব্যাটালিয়ন (মরণোত্তর)

সেনা

শ্রী রাজেন্দ্র কুমার নইন, কনস্টেবল, সিআরপিএফ ১৩০ ব্যাটালিয়ন (মরণোত্তর)

এমএইচএ

শৌর্য চক্র

শ্রীধনওয়াদেরাবিন্দ্রাবাবন, সিআরপিএফ ১৮২ ব্যাটালিয়ন (মরণোত্তর)

এমএইচএ

পরম বিশিষ্ট সেবা মেডেল

আইসি-৩৫৪৭১এম জেনারেল বিপিন রাওয়াত, ইউওয়াইএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এসএম, ভিএসএম এডিসি / ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী

সেনা

আইসি-৩৮২২৬ডব্লিউ লেফটেন্যান্ট জেনারেল সুরিন্দর সিং,  এভিএসএম **, ভিএসএম / মেকানাইজ্‌ড ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী

সেনা

এমআর-০৩৯৯৩পি লেফটেন্যান্ট জেনারেল বিপিন পুরী, ভিএসএম / সেনা মেডিকেল কোর

সেনা

আইসি-৩৮৭৫০এইচ লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দনারাভানে, এভিএসএম, এসএম, ভিএসএম ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী

সেনা

ভাইস অ্যাডমিরাল অজিত কুমার পায়াপিল্লিল, এভিএসএম, ভিএসএম (০২২৭৫-ডব্লিউ)

নৌ-বাহিনী

এয়ার মার্শাল বালাকৃষ্ণান সুরেশ, এভিএসএমভিএম, এডিসি (১৬২০৬) / ফ্লাইং পাইলট

বায়ুসেনা

এয়ার মার্শাল রঘুনাথ নাম্বিয়ার, এভিএসএমভিএম অ্যান্ড বিএআর (১৬৩৭৮) / ফ্লাইং পাইলট

বায়ুসেনা

আইসি-৩৮৮৭৯ডব্লিউ লেফটেন্যান্ট জেনারেল অশ্বনি কুমার, এভিএসএম, ভিএসএম / আর্মি এয়ার ডিফেন্স

সেনা

আইসি-৩৮০১১ডব্লিউ লেফটেন্যান্ট জেনারেল পঙ্কজ কুমার শ্রীবাস্তব, এভিএসএম, ভিএসএম / আর্টিলারি রেজিমেন্ট (গোলন্দাজ বাহিনী)

সেনা

১০

আইসি-৩৯৪৪৫এইচ লেফটেন্যান্ট জেনারেল সুদর্শনশ্রীকন্ঠসবনিস, ভিএসএম / কোর অফ ইঞ্জিনিয়ার্স

সেনা

১১

আইসি-৩৯৬০৭এইচ লেফটেন্যান্ট জেনারেল ইক্রুপ সিং ঘুমন, এভিএসএম / মেকানাইজ্‌ড ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী

সেনা

১২

এয়ার মার্শাল সর্দার হরপাল সিং, এভিএসএমভিএম (১৬০৭১) ফ্লাইং পাইলট

বায়ুসেনা

১৩

আইসি-৩৮৪০৩কে লেফটেন্যান্ট জেনারেল শোকিন চৌহান, এভিএস, ওয়াইএসএম, এসএম, ভিএসএম / ইনফ্যান্ট্রি (অবসরপ্রাপ্ত)

সেনা

১৪

আইসি-৩৮৭৫৩ডব্লিউ লেফটেন্যান্ট জেনারেল যশবিন্দর সিং সান্ধু, ইউওয়াইএসএম, এভিএসএম, ভিএসএম / ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী (অবসরপ্রাপ্ত)

সেনা

১৫

এমআর-৩৭৯৩৪পি মেজর জেনারেল বিজয় দয়নদেব চৌগুলে, ভিএসএম / ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী (অবসরপ্রাপ্ত)

সেনা

কীর্তি চক্র

এসএস-৪৬৯৩৬এফ মেজর তুষার গৌবা, জাট রেজিমেন্ট ২০ ব্যাটালিয়ন

সেনা

উত্তমযুধ সেবা মেডেল

আইসি-৩৯৯২৯এইচ লেফটেন্যান্ট জেনারেল সরনজিৎ সিং, ওয়াইএসএম / ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী / সদরদপ্তর ১৬ কোর

 

অতি বিশিষ্ট সেবা মেডেল

আইসি-৪০০০৭এম লেফটেন্যান্ট জেনারেল ইয়েনদুরু ভেঙ্কট কৃষ্ণ মোহন, এসএম, ভিএসএম, ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী

সেনা

আইসি-৪০২৯৯এ লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় ভার্মা ভিএসএম **, / কোর অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স

সেনা

আইসি-৪০৩৯৩কে লেফটেন্যান্ট জেনারেল জগদীপ কুমার শর্মা, মেকানাইজ্‌ড ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী

সেনা

এমআর-০৪২৬২এন লেফটেন্যান্ট জেনারেল উমেশ কুমার শর্মা, সেনা মেডিকেল কোর

সেনা

আইসি-৩৮৬৯৪পি লেফটেন্যান্ট জেনারেল পরমজিৎ সিং, ভিএসএম, কোর অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স

সেনা

আইসি-৩৯৪৩৭কে লেফটেন্যান্ট জেনারেল শশাঙ্ক তারকান্তুপাসানি, এসএম, ভিএসএম / ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী

সেনা

আইসি-৩৯৫০১ডব্লিউ লেফটেন্যান্ট জেনারেল অনন্ত প্রসাদ সিং, আর্মি এয়ার ডিফেন্স

সেনা

আইসি-৪১৪৬১ওয়াই লেফটেন্যান্ট জেনারেল যোগেন্দ্র ডিমরি, ভিএসএম / কোর অফ ইঞ্জিনিয়ার্স

সেনা

আইসি-৪১৪৭১এইচ লেফটেন্যান্ট জেনারেল সুরেন্দর কুমার প্রশার, ভিএসএম ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী

সেনা

১০

ভাইস অ্যাডমিরাল সুনীল আনন্দ, এনএম (০২৫৮৫-জেড)

নৌ-বাহিনী

১১

এয়ার মার্শাল অমিত তিওয়ারি, ভিএম (১৬৮০৬) ফ্লাইং পাইলট

বায়ুসেনা

১২

এয়ার মার্শাল অমিত দেব, ভিএসএম (১৬৯৭২) ফ্লাইং পাইলট

বায়ুসেনা

১৩

আইসি-৪০০২৫পি লেফটেন্যান্ট জেনারেল গিরিরাজ সিং, এসএম, আর্মি অর্ডন্যান্স কোর (অবসরপ্রাপ্ত)

সেনা

১৪

আইসি-৪১১৫৪এফ মেজর জেনারেল অলোক রাজ, ইনফ্যান্ট্রি

সেনা

১৫

আইসি-৪১৪৬৪এম মেজর জেনারেল তেজপাল সিং রাওয়াত, ভিএসএম **, কোর অফ ইঞ্জিনিয়ার্স

সেনা

১৬

আইসি-৪২৭৫৩এন মেজর জেনারেল চান্নিরাবন্সি পোন্নাপ্পা, ভিএসএম, ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী

সেনা

১৭

আইসি-৪২৮৩৩এল মেজর জেনারেল গাজিন্দর সিং, ইনফ্যান্ট্রি

সেনা

১৮

রিয়ার অ্যাডমিরাল মকরন্দ অরবিন্দ হাম্পিহোলি, এনএম (০২৮৫৯-ওয়াই)

নৌ-বাহিনী

১৯

রিয়ার অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, এনএম (০২৯০৪-জেড)

নৌ-বাহিনী

২০

এয়ার ভাইস মার্শাল পীযূষ মুখার্জী, ভিএসএম (১৭৬৭১) এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রনিক্স)

বায়ুসেনা

২১

আইসি-৩৯৯০৯পি মেজর জেনারেল পরমজিৎ সিং সান্ধু, ভিএসএম / মেকানাইজ্‌ড ইনফ্যান্ট্রি বা পদাতিক সৈন্যবাহিনী (অবসরপ্রাপ্ত)

সেনা

২২

এয়ার ভাইস মার্শাল সৌমিত্র কুমার দে, ভিএসএম (১৭০৩০), প্রশাসন, (অবসরপ্রাপ্ত)

বায়ুসেনা

২৩

আইসি-৪৩৭৫৬এন ব্রিগেডিয়ার সঞ্জীব লাঙ্গে, এসএম, জম্মু-কাশ্মীর রাইফেল্‌স

সেনা

২৪

এয়ার কমোডর ধনঞ্জয় বসন্ত খোট, ভিএস (১৯৫১৬)

বায়ুসেনা

২৫

এয়ার কমোডর জর্জ টমাস, ভিএম (২০১১৮) ফ্লাইং পাইলট

বায়ুসেনা

শৌর্য চক্র

শ্রী এ এস কৃষ্ণন, হেড কনস্টেবল, সিআরপিএফ ৪৫ ব্যাটালিয়ন

এমএইচএ

শ্রী দীনেশ রাজা, কনস্টেবল, সিআরপিএফ ৪৫ ব্যাটালিয়ন

এমএইচএ

শ্রী প্রফুল্ল কুমার, কনস্টেবল সিআরপিএফ ৪৫ ব্যাটালিয়ন

এমএইচএ

ক্যাপ্টেন ভার্মা জায়েশ রাজেশ, রাষ্ট্রীয় রাইফেল্‌স, রাজপুত রেজিমেন্ট, ৪৪ ব্যাটালিয়ন

সেনা

ক্যাপ্টেন কানিন্দর পাল সিং, রাষ্ট্রীয় রাইফেল্‌স, রাজপুত রেজিমেন্ট, ৪৪ ব্যাটালিয়ন

সেনা

গানার রঞ্জিত সিং, রাষ্ট্রীয় রাইফেল্‌স, আর্টিলারি রেজিমেন্ট (গোলন্দাজ বাহিনী), ১৩ ব্যাটালিয়ন

সেনা

মেজর আদিত্য কুমার, গাড়োয়াল রাইফেল্‌স, ১০ ব্যাটালিয়ন

সেনা

ক্যাপ্টেন পি রাজকুমার, এনএম (০৩২২৮-কে)

নৌ-বাহিনী

নায়েব সুবেদার বিজয় কুমার যাদব, মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ১৫ ব্যাটালিয়ন

সেনা

১০

মেজর পবন গৌতম, রাষ্ট্রীয় রাইফেল্‌স, কোর অফ ইঞ্জিনিয়ার্স / ৪৪ ব্যাটালিয়ন

সেনা

১১

১৬১২১৬৭৬এন স্যাপার মহেশ এইচএন,  রাষ্ট্রীয় রাইফেল্‌স, কোর অফ ইঞ্জিনিয়ার্স, ৪৪ ব্যাটালিয়ন

সেনা

১২

আইসি-৮০০৪৫এল, ক্যাপ্টেন অভিনব কুমার চৌধুরি, রাষ্ট্রীয় রাইফেল্‌স, কোর অফ সিগন্যাল্‌স, ২১ ব্যাটালিয়ন

সেনা

১৩

লান্স নায়েক আয়ুব আলি, রাষ্ট্রীয় রাইফেল্‌স, রাজপুত রাইফেল্‌স, ৯ নম্বর ব্যাটালিয়ন

সেনা

১৪

মেজর অমিত কুমার ডিমরি, রাষ্ট্রীয় রাইফেল্‌স, গাড়োয়াল রাইফেল্‌স, ১৪ ব্যাটালিয়ন

সেনা

 

  

SSS/AP/DM



(Release ID: 1568826) Visitor Counter : 186


Read this release in: English