ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
খড়্গপুর আইআইটি বিজ্ঞান ও শিল্প গবেষণা দপ্তরের সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির স্বার্থে এক প্রযুক্তি পরিষেবা কেন্দ্র গড়ে তুলবে
Posted On:
01 FEB 2019 7:35PM by PIB Kolkata
কলকাতা, ০১ ফেব্রুয়ারি ২০১৯
খড়্গপুর আইআইটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির স্বার্থে বিজ্ঞান ও শিল্প গবেষণা দপ্তরের সহায়তায় এক প্রযুক্তি পরিষেবা কেন্দ্র গড়ে তুলতে চলেছে। উল্লেখ করা যেতে পারে, খড়্গপুরে এই প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০ শয্যাবিশিষ্ট যে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হচ্ছে, তার পাশাপাশি, এই প্রযুক্তি পরিষেবা কেন্দ্রটিও গড়ে উঠবে। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে খড়্গপুর আইআইটি-র স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রধান অধ্যাপক সুমন চক্রবর্তী একথা জানান। তিনি আরও জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির সুনির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে যেখানে প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলির সমাধানের লক্ষ্যে এই অভিন্ন গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন কেন্দ্রটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। উচ্চ মানের গবেষণা, বৈজ্ঞানিক তথা প্রযুক্তিগত গবেষণার ক্ষেত্রে খড়্গপুর আইআইটি-র সুনাম রয়েছে। তিনি আরও জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির প্রযুক্তিগত সহায়তার লক্ষ্যে কেন্দ্রটি এই শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত খড়্গপুর আইআইটি-র স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিজিটিং প্রফেসর ডঃ শতদল সাহা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রকে প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজকর্মে প্রযুক্তির প্রয়োগের ফলে গ্রামাঞ্চলের আর্থিক ও ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি ঘটবে।
CG/BD/SB
(Release ID: 1562342)
Visitor Counter : 114