প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রীর জাপান সফরকালে ভারত ও জাপানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি / ঘোষণাপত্রের তালিকা

Posted On: 30 OCT 2018 6:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০১

 

ঘোষণা

 

·         সমর্থন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে জাপান ২৯শে অক্টোবর আন্তর্জাতিক সৌর জোটে যোগদানের কথা ঘোষণা করেছে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক সৌর জোটের কাঠামোগত চুক্তিতে ৭০টি দেশ স্বাক্ষর করেছে। এছাড়াও, ৪৭টি দেশ এতে সমর্থন জানিয়েছে। জাপান এই জোটের ৭১তম দেশ এবং কাঠামোগত চুক্তি স্বাক্ষরকারী ৪৮তম দেশ হয়ে উঠেছে।

 

·         বিভিন্ন প্রকল্পে সাত ইয়েন ঋণ সহযোগিতার জন্য নথিপত্র বিনিময় হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে – মুম্বাই-আমেদাবাদ উচ্চগতিসম্পন্ন রেল নেটওয়ার্ক নির্মাণ, তৃতীয় পর্যায়ের উমিয়াম-উমত্রু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংস্কার ও আধুনিকীকরণ, তৃতীয় পর্যায়ে দিল্লীতে দ্রুতগতিসম্পন্ন পরিবহণ ব্যবস্থা, উত্তর-পূর্ব সড়ক নেটওয়ার্ক যোগাযোগ উন্নয়ন প্রকল্প, তুর্গ পাম্প স্টোরেজের নির্মাণ, চেন্নাই পেরিফেরাল রিং রোড নির্মাণ এবং ত্রিপুরায় বনাঞ্চলের সুষ্ঠু পরিচালনা।

 

ক্রমিক সংখ্যা

সমঝোতাপত্র বা চুক্তি

বর্ণনা

প্রতিরক্ষা ও রণকৌশল

জাপান নৌ-বাহিনী এবং ভারতীয় নৌ-বাহিনীর মধ্যে সহযোগিতাকে আরও নিবিড় করার জন্য ব্যবস্থা গ্রহণ

জাপান নৌ-বাহিনী এবং ভারতীয় নৌ-বাহিনীর মধ্যে সামুদ্রিক বিষয়ে আরও বেশি সহযোগিতা গড়ে তোলা এবং তথ্যের আদানপ্রদান

ডিজিটাল এবং নতুন প্রযুক্তি

জাপান-ভারত ডিজিটাল অংশীদারিত্ব ক্ষেত্রে ভারতের ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং সে দেশের অর্থনীতি, বাণিজ্য তথা শিল্প মন্ত্রকের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্র

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অফ থিংস সহ পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগত ক্ষেত্রে জাপানের “সোসাইটি ৫.০” এবং ভারতের “ডিজিটাল ইন্ডিয়া”, “স্মার্ট সিটি” এবং “স্টার্ট-আপ ইন্ডিয়া”র মতো ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলির মধ্যে সহযোগিতা তৈরির সুযোগ-সুবিধাগুলিকে খুঁজে বের করে তা কার্যকর করা

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের নীতি আয়োগ এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য তথা শিল্প মন্ত্রকের মধ্যে আগ্রহ প্রকাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রযুক্তিগত ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং এতে উৎসাহদান

স্বাস্থ্য পরিচর্যা ও রোগীকল্যাণ

স্বাস্থ্য পরিচর্যা ও রোগীকল্যাণ ক্ষেত্রে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক মন্ত্রক এবং জাপান সরকারের কেন্দ্রীয় সচিবালয়ের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক নীতি কার্যালয়ের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্র

ভারত ও জাপানের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, সংক্রামক নয়, এমন অসুখ-বিসুখ প্রতিরোধ, মাতৃত্বকালীন ও শিশুস্বাস্থ্য পরিষেবা, সার্বিক স্বাস্থ্যবিধান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টি তথা বয়স্কদের পরিচর্যার মতো সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্রগুলি চিহ্নিত করতে ব্যবস্থা গ্রহণ করা

স্বাস্থ্য পরিচর্যা ও রোগীকল্যাণ ক্ষেত্রে ভারতের আয়ুষ মন্ত্রক এবং জাপানের কানাগাওয়া প্রিফেকচারাল প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্র

স্বাস্থ্য পরিচর্যা ও রোগীকল্যাণ ক্ষেত্রে ভারতের আয়ুষ মন্ত্রক এবং জাপানের কানাগাওয়া প্রিফেকচারাল প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্র

খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান কর্তৃপক্ষ (এফএসএসএআই) এবং জাপানের খাদ্য নিরাপত্তা কমিশন, সে দেশের গ্রাহক বিষয়ক এজেন্সি এবং জাপানের স্বাস্থ্য, শ্রম ও পরিবারকল্যাণ মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র

খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত ও জাপানের সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে আরও সহযোগিতা গড়ে তোলা

কৃষিক্ষেত্র এবং সুসংহত উৎপাদন ও বিপণন

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পক্ষেত্রে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্প এবং জাপানের কৃষি, অরণ্য ও মৎস্যচাষ বিষয়ক মন্ত্রকের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্র

স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা প্রভৃতির মতো সংশ্লিষ্ট সব পক্ষকে সামিল করে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মানোন্নয়ন

কৃষি ও মৎস্যচাষ ক্ষেত্রে ভারতে জাপানি বিনিয়োগ বাড়াতে ভারতের কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রক এবং জাপানের কৃষি, অরণ্য ও মৎস্যচাষ মন্ত্রকের মধ্যে কর্মসূচি গ্রহণ

ভারতে জাপানি সংস্থাগুলির বিনিয়োগের জন্য অনুকূল বাতাবরণ গড়ে তুলে দেশে কৃষি উৎপাদন ও বিপণন তথা মৎস্যচাষ ক্ষেত্রের উন্নয়নে প্রসার ঘটানো

মহারাষ্ট্র সরকার এবং জাপানের কৃষি, অরণ্য ও মৎস্যচাষ বিষয়ক মন্ত্রকের মধ্যে মহারাষ্ট্রে সুসংহত কৃষি উৎপাদন ও তার বিপণনের প্রসারে সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্র

মহারাষ্ট্রে সুসংহত কৃষি উৎপাদন ও তার বিপণনের প্রসারে জাপানি সংস্থাগুলির বিনিয়োগের সুযোগ-সুবিধা প্রদান

১০

উত্তরপ্রদেশে সুসংহত কৃষি উৎপাদন ও তার বিপণনের প্রসারের লক্ষ্যে উত্তরপ্রদেশ সরকার এবং জাপানের কৃষি, অরণ্য ও মৎস্যচাষ বিষয়ক মন্ত্রকের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্র

উত্তরপ্রদেশে সুসংহত কৃষি উৎপাদন ও তার বিপণনের প্রসারে জাপানি সংস্থাগুলির বিনিয়োগের সুযোগ-সুবিধা প্রদান

অর্থনীতি

১১

ভারতের এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন এবং জাপানের নেক্সি সংস্থার মধ্যে সমঝোতাপত্র

ভারত ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে উৎসাহিত করা, সেইসঙ্গে অন্যান্য দেশে বিভিন্ন প্রকল্পের রূপায়ণে উভয় দেশের মধ্যে সহযোগিতাকে আরও সুদৃঢ় করা 

ডাক পরিষেবা

১২

ডাক পরিষেবা ক্ষেত্রে ভারতের যোগাযোগ মন্ত্রক এবং জাপানের অভ্যন্তরীণ বিষয়ক তথা যোগাযোগ মন্ত্রকের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা

ভারতের যোগাযোগ বিষয়ক মন্ত্রক এবং জাপানের অভ্যন্তরীণ বিষয়ক তথা যোগাযোগ মন্ত্রকের মধ্যে ডাক পরিষেবা বিষয়ক আলাপ-আলোচনা শুরু করার মধ্য দিয়ে ডাক পরিষেবা ক্ষেত্রে সহযোগিতাকে আরও মজবুত করা

বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা বিষয়ক আদানপ্রদান এবং পরিবেশ

১৩

গবেষণামূলক অংশীদারিত্বের জন্য ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদ (সিএসআইআর) এবং জাপানের হিরোসিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতাপত্র

দুই দেশের এই প্রতিষ্ঠানগুলির মধ্যে ইলেক্ট্রনিক্স, সেন্সর, হাইস্পিড ভিশন, রোবোটিক্স সহ মেকাট্রনিক্স এনভায়রনমেন্টাল রিসার্চ, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন প্রভৃতির মতো অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে গবেষণামূলক অংশীদারিত্ব বৃদ্ধি করা

১৪

সহযোগিতামূলক গবেষণার জন্য ভারতের সিএসআইআর এবং জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনলজির মধ্যে সমঝোতাপত্র

রোবোটিক্স / ইন্টারনেট অফ থিংস, অ্যাডভান্সড ম্যাটেরিয়াল্‌স সহ পুনর্নবীকরণযোগ্য শক্তি ও বৈদ্যুতিন ক্ষেত্রে গবেষণামূলক অংশীদারিত্ব বাড়ানো

১৫

শিল্পক্ষেত্রে গবেষণামূলক কাজকর্মের বিষয়ে পারস্পরিক ক্ষেত্রে যৌথ গবেষণা পরিচালনার জন্য ভারতের সিএসআইআর এবং জাপানের টোকিও ইনস্টিটিউট অফ টেকনলজির ইনস্টিটিউট অফ ইনোভেটিভ রিসার্চের মধ্যে সহযোগিতামূলক সমঝোতা

ভারতের সিএসআইআর এবং জাপানের টোকিও ইনস্টিটিউট অফ টেকনলজির ইনস্টিটিউট অফ ইনোভেটিভ রিসার্চের মধ্যে অ্যাডভান্সড ম্যাটেরিয়াল্‌স, জৈব বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রে গবেষণামূলক অংশীদারিত্ব গড়ে তোলা

১৬

ডাক পরিষেবা ক্ষেত্রে ভারতের যোগাযোগ বিষয়ক মন্ত্রক এবং জাপানের অভ্যন্তরীণ বিষয়ক তথা যোগাযোগ মন্ত্রকের মধ্যে সহযোগিতামূলক সমঝোতা

ভারতের যোগাযোগ বিষয়ক মন্ত্রক এবং জাপানের অভ্যন্তরীণ বিষয়ক তথা যোগাযোগ মন্ত্রকের মধ্যে ডাক পরিষেবা বিষয়ক আলাপ-আলোচনা শুরু করার মধ্য দিয়ে ডাক পরিষেবা ক্ষেত্রে সহযোগিতাকে আরও মজবুত করা

১৭

পরিবেশগত সহযোগিতার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে সহযোগিতামূলক সমঝোতা

পরিবেশের সুরক্ষা ও উন্নয়নের জন্য ভারত-জাপান সহযোগিতাকে আরও প্রসারিত করা

১৮

শিক্ষা ও গবেষণামূলক আদানপ্রদানের জন্য ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার) এবং জাপানের শিজিওকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতাপত্র

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার) এবং জাপানের শিজিওকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষামূলক যোগসূত্র বৃদ্ধি

১৯

নাগাসাকি বিশ্ববিদ্যালয় এবং ভারতের কাঞ্চিপুরমস্থিত আইআইআইটিডিএম প্রতিষ্ঠানের মধ্যে ইন্দো-জাপান গ্লোবাল স্টার্ট-আপ ক্ষেত্রে আরও সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র

ইন্দো-জাপান গ্লোবাল স্টার্ট-আপ উদ্যোগের পাশাপাশি তথ্যপ্রযুক্তি এবং মানবসম্পদের উন্নয়ন

২০

হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি এবং জাপানের হিরোসিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাকর্মী ও শিক্ষামূলক আদানপ্রদানের জন্য সমঝোতাপত্র

উভয় দেশের এই দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণামূলক কাজকর্ম বাড়ানোর পাশাপাশি শিক্ষাকর্মী ও শিক্ষামূলক আদানপ্রদান বৃদ্ধি করা

২১

হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনলজির মধ্যে সমঝোতাপত্র

উভয় দেশের এই দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণামূলক কাজকর্ম বাড়ানোর পাশাপাশি শিক্ষাকর্মী ও শিক্ষামূলক আদানপ্রদান বৃদ্ধি করা

২২

কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি এবং হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী, গ্র্যাজুয়েট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েট স্কুল অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনলজি, গ্র্যাজুয়েট স্কুল অফ কেমিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে শিক্ষামূলক আদানপ্রদানের চুক্তি / সমঝোতাপত্র

উভয় দেশের এই দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণামূলক কাজকর্ম বাড়ানোর পাশাপাশি শিক্ষাকর্মী ও শিক্ষামূলক আদানপ্রদান বৃদ্ধি করা

ক্রীড়াক্ষেত্র

২৩

শিক্ষামূলক আদানপ্রদান এবং ক্রীড়া সহযোগিতার জন্য ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) এবং জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতাপত্র

যৌথ কর্মসূচি গ্রহণের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রের মানোন্নয়ন ও উৎকর্ষসাধনের লক্ষ্যে সহযোগিতাকে আরও সুদৃঢ় করা

ঋণচুক্তির জন্য নথিপত্র বিনিময়

২৪

দ্বিতীয় পর্যায়ের মুম্বাই-আমেদাবাদ উচ্চগতিসম্পন্ন রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প

 

২৫

তৃতীয় পর্যায়ের উমিয়াম-উমত্রু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংস্কার ও আধুনিকীকরণ প্রকল্প

 

২৬

তৃতীয় পর্যায়ে দিল্লীতে দ্রুতগতিসম্পন্ন গণ-পরিবহণ প্রকল্প

 

২৭

তৃতীয় পর্যায়ের উত্তর-পূর্ব সড়ক নেটওয়ার্ক যোগাযোগ উন্নয়ন প্রকল্প

 

২৮

ত্রিপুরায় সুষ্ঠু বন পরিচালনা ও সংরক্ষণ সংক্রান্ত প্রকল্প

 

গভর্নমেন্ট টু বিজনেস / বিজনেস টু বিজনেস চুক্তি

২৯

জাপানের কাগোমি কোম্পানি লিমিটেড এবং ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র

 

৩০

ভারতীয় স্টেট ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্ক পেমেন্টস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং হিটাচি পেমেন্টস সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের মধ্যে যৌথ উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে চুক্তি

 

৩১

জাপানের নিশান স্টিল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড এবং ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র

 

৩২

ভারতে ৫৭টি জাপানি সংস্থার বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ প্রকল্পের প্রস্তাব এবং জাপানে ১৫টি ভারতীয় সংস্থার বিনিয়োগ প্রস্তাবে আগ্রহ প্রকাশের বিষয়টিকে উভয় দেশের সরকারই সমর্থন জানিয়েছে

 

   

CG/BD/DM/…



(Release ID: 1551255) Visitor Counter : 285


Read this release in: English