প্রধানমন্ত্রীরদপ্তর

বারাণসীতে প্রধানমন্ত্রী স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করলেন, বিকাশমূলক কাজের মূল্যায়ন করলেন

Posted On: 18 SEP 2018 3:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সোমবার (১৭ সেপ্টেম্বর) নিজের কেন্দ্র বারাণসীতে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে কথাবার্তা বলেন।

প্রধানমন্ত্রী সেখানে পৌঁছতেই নারুর গ্রামের একটি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা অত্যন্ত উৎসাহের সঙ্গে তাঁকে স্বাগত জানায়। শ্রী মোদীও ছাত্রছাত্রীদের বিশ্বকর্মা জয়ন্তীর শুভেচ্ছা জানান ও বলেন, নানারকম দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।

ছাত্র হিসেবে প্রশ্ন করা খুবই জরুরি বলে জানান প্রধানমন্ত্রী। তিনি পড়ুয়াদের কখনো প্রশ্ন করতে ভয় না পাওয়ার পরামর্শ দেন। প্রশ্ন করা শিক্ষাগ্রহণের একটি মূল বৈশিষ্ট বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

স্বেচ্ছাসবী সংস্হা রুম টু রিড-এর সহায়তাপ্রাপ্ত কমবয়সী ছেলেমেয়েদের সঙ্গে বিশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী।

ঐদিন এরপরে বারাণসীর ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস-এ প্রধানমন্ত্রী দরিদ্র ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সঙ্গে কথা বলেন। কাশী বিদ্যাপীঠের পড়ুয়ারা এদের সাহায্য করে থাকে।

প্রধানমন্ত্রী তাদের মন দিয়ে পড়াশুনা করার ও খেলাধূলায় আগ্রহ বাড়িয়ে তোলার পরামর্শ দেন।

১৭ তারিখ সন্ধ্যায় প্রধানমন্ত্রী বারাণসীর রাস্তাঘাট পরিদর্শন করে শহরের উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন। কিছুক্ষণের জন্য কাশী বিশ্বনাথ মন্দিরে থেমে শ্রী মোদী প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী আচমকা মন্দুয়াদি রেল স্টেশন পরিদর্শন করেন।

 

CG/SC/NS/…



(Release ID: 1546501) Visitor Counter : 83


Read this release in: English