কেন্দ্রীয়মন্ত্রিসভা

ভারতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের ডিজিটাল অর্থনীতির প্রেক্ষিতে ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত দেশের ব্যাঙ্কগুলির মধ্যে সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে অংশগ্রহণকারী সদস্য ব্যাঙ্কগুলির সঙ্গে ডিস্ট্রিবিউটেড লেজার ও ব্লক চেন প্রযুক্তির ক্ষেত্রে যৌথ গবেষণার জন্য স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 12 SEP 2018 9:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর, ২০১

ভারতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের ডিজিটাল অর্থনীতির প্রেক্ষিতে ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত দেশের ব্যাঙ্কগুলির মধ্যে সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে অংশগ্রহণকারী সদস্য ব্যাঙ্কগুলির সঙ্গে ডিস্ট্রিবিউটেড লেজার ও ব্লক চেন প্রযুক্তির ক্ষেত্রে যৌথ গবেষণার জন্য স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মপরবর্তী অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

ব্রিকস্‌ দেশগুলির আর্থিক ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে তার সমাধানে ডিস্ট্রিবিউটেড লেজার ও ব্লক চেন প্রযুক্তি ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে। যৌথ গবেষণামূলক প্রয়াসের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের ব্যবসায়িক বিষয়গুলিকে চিহ্নিত করতে এই বিশেষ প্রযুক্তি সম্পর্কে বোঝাপড়া বৃদ্ধি করতেই এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।

 

CG/BD/SB……



(Release ID: 1545931) Visitor Counter : 57


Read this release in: English