শিল্পওবাণিজ্যমন্ত্রক

জাতীয় কৃত্রিম মেধা অভিযান চূড়ান্ত হতে চলেছে

प्रविष्टि तिथि: 27 JUL 2018 11:36AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৬ জুলাই, ২০১৮

 

      কৃত্রিম মেধা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে ভারতে অর্থনৈতিক পরিবর্তন আনতে গত ২৪ আগস্ট ২০১৭-তে একটি কর্মী গোষ্ঠী গঠন করা হয়। এই বছরের ১৯ জানুয়ারিতে এই গোষ্ঠী ফোর্স তাদের রিপোর্ট জমা দিয়েছে। এতে দেশে কৃত্রিম মেধা সংক্রান্ত কাজগুলির সমন্বয়কারী সংস্হা হিসাবে একটি আন্তঃমন্ত্রক জাতীয় কৃত্রিম মেধা অভিযান গঠনের সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে টাস্ক ফোর্সের সুপারিশগুলি জানানো হয়েছে।

      এরপর গত ৮ ফেব্রুয়ারী ২০১৮-তে সচিবদের কমিটির বৈঠকে, বিভিন্ন মন্ত্রক, সংশ্লিষ্ট দপ্তর, শিক্ষা জগৎ ও বেসরকারি ক্ষেত্রের সঙ্গে পরামর্শ করে নীতি আয়োগকে কৃত্রিম মেধা সংক্রান্ত জাতীয় কৌশল পরিকল্পনা গঠন করতে বলা হয়। সেইমত নীতি আয়োগ গত ৪ঠা জুনে তাদের ওয়েবসাইটে ৫টি বিশেষ ক্ষেত্র- স্বাস্হ্যপরিষেবা, কৃষিকাজ, শিক্ষা, স্মার্ট সিটি ও পরিকাঠামো এবং স্মার্ট গতিশীলতা ও পরিবহনের বিষয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের কৌশলের ওপর একটি আলোচনাপত্র প্রকাশ করেছে। এছাড়া, কৃত্রিম মেধা সম্পর্কিত নীতি তৈরী করতে এবং দেশে কৃত্রিম মেধা ব্যবহারের পরিবেশ গড়ে তোলার বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক চারটি বিশেষ কমিটি গঠন করেছে। কমিটিগুলির কাজের বিষয় হল- আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্ল্যাটফর্ম ও তথ্য, দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি চিহ্নিতকরণ, যেখানে কৃত্রিম মেধার প্রযুক্তিকে জাতীয় অভিযান হিসাবে রূপায়ণ করা যাবে, এই ক্ষেত্রের প্রযুক্তি ও দক্ষতা এবং গবেষণার জন্য ক্ষমতা গঠন এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাইবার নিরাপত্তা ও আইনী এবং নৈতিক দিকগুলি নিয়ে বিচার বিবেচনা করা।

 

CG/SC/NS…


(रिलीज़ आईडी: 1540390) आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English