অর্থমন্ত্রক
রাখি ও স্যানিটারি ন্যাপকিন সহ বেশ কিছু পণ্যকে জিএসটি-র আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নিল জিএসটি পরিষদ
Posted On:
24 JUL 2018 3:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০১৮
কেন্দ্রীয় রেল, কয়লা, অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে শনিবার (২১ জুলাই, ২০১৮) নতুন দিল্লীতে জিএসটি পরিষদের এক বৈঠকে বেশ কিছু পণ্যের ওপর পণ্য ও পরিষেবা করের মাত্রা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। করের হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে রং ও বার্নিশ; পুটি; রেফ্রিজারেটর; ফ্রিজার; ওয়াটার কুলার; মিল্ক কুলার; আইসক্রিম কুলার; ওয়াশিং মেশিন; লিথিয়াম আয়ন ব্যাটারি; ভ্যাকুয়াম ক্লিনার; মিক্সার অ্যান্ড গ্রাইন্ডার; ভেজিটেবল জুস এক্সট্র্যাক্টর; হেয়ার ক্লিপার্স; শেভার; ওয়াটার হিটার; ইমারসন হিটার; হেয়ার ড্রায়ার; হ্যান্ড ড্রায়ার; ইলেক্ট্রিক আয়রন; ৬৮ সেন্টিমিটার পর্যন্ত আয়তনের টেলিভিশন ইত্যাদি। এছাড়াও, বিশেষ উদ্দেশ্যসাধক কিছু কিছু মোটরগাড়ির ওপরও করের হার ২৮ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
অন্যদিকে, জিএসটি-র হার ২৮ থেকে ১২ শতাংশ করা হয়েছে ফুয়েল সেল গাড়ির ক্ষেত্রে। কোন কোন পণ্যের ক্ষেত্রে জিএসটি-র হার ১৮, ১২ ও ৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনা হয়েছে। এই ধরণের পণ্যের মধ্যে রয়েছে – স্টোন, মার্বেল, রাখি, স্যানিটারি ন্যাপকিন, কয়্যার পিট কম্পোস্ট, ফুলঝাড়ু ইত্যাদি।
জিএসটি-র হার ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে – হ্যান্ডলুম দড়ি, সার হিসেবে ব্যবহার্য ফসফরিক অ্যাসিড ইত্যাদি পণ্যের ওপর। আবার, করের হার ১৮ শতাংশ থেকে ১২ শতাংশে নামিয়ে আনা হয়েছে বাম্বু ফ্লোরিং, পেতলের তৈরি কেরোসিন প্রেসার স্টোভ, হস্তচালিত রাবার রোলার, জিপ ও স্লাইড ফাস্টনার্স ইত্যাদি।
যে সমস্ত পণ্যের ওপর জিএসটি-র হার ১৮ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে তার মধ্যে রয়েছে – তেল সংস্থাগুলির কাছে বিক্রির জন্য ইথানল, কঠিন জৈব জ্বালানির পেলেট ইত্যাদি। খুচরো বাজারে যে সমস্ত জুতো জোড়ার দাম ১ হাজার টাকা পর্যন্ত, সেক্ষেত্রেও জিএসটি-র হার ৫ শতাংশ রাখা হয়েছে। তবে, ১ হাজার টাকার বেশি দামের জুতোর ক্ষেত্রে জিএসটি-র হার দাঁড়াবে ১৮ শতাংশ।
পার্স, হ্যান্ডব্যাগ, জুয়েলারি বক্স, ফটোগ্রাফ, আয়না ও ছবি আঁকার কাঠের ফ্রেম, শোলাপিট সহ কর্কের তৈরি কারুকর্ম, কারুকার্য খচিত ফ্রেমযুক্ত আয়না, কাঁচের তৈরি মূর্তি, অ্যালুমিনিয়ামের ওপর শিল্পকার্য, পঞ্চপ্রদীপ ইত্যাদির ওপর জিএসটি-র হার ১৮ শতাংশ থেকে হ্রাস করে ধার্য হয়েছে ১২ শতাংশ।
পণ্য ও পরিষেবা করের হার ১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে হাতে বোনা কার্পেট ও লেস, হাতে তৈরি বিভিন্ন শিল্প নিদর্শন, ইত্যাদির ওপর।
CG/SKD/DM/…
(Release ID: 1539808)
Visitor Counter : 150