প্রধানমন্ত্রীরদপ্তর

আগামীকাল পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সফরে প্রধানমন্ত্রী

Posted On: 25 MAY 2018 12:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মে, ২০১৮

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৫ মে) পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সফর  করবেন।

শান্তিনিকেতনে শ্রী মোদী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। অন্য এক অনুষ্ঠানে শান্তিনিকেতনে তিনি বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন। এই ভবনটি ভারত ও বাংলাদেশের মধ্যে সাস্কৃতিক সম্পর্কের প্রতীক। ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতি শেখ হাসিনাও উপস্হিত থাকবেন।

ঝাড়খন্ড সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সিন্দ্রিতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে-

  • হিন্দুস্হান উর্বরক ও রসায়ন লিমিটেডের সিন্দ্রি সার প্রকল্পের পুনরুজ্জীবন
  • গেইল-এর পক্ষ থেকে রাঁচি শহরে গ্যাস বন্টন প্রকল্প
  • দেওঘরে এইমস স্হাপন
  • পত্রাতু সুপার থার্মাল পাওয়ার প্রোজেক্ট (৩X৮০০ মেগাওয়াট)

একাধিক জন ঔষধী কেন্দ্র গড়ে তুলতে সমঝোতাপত্র বিনিময় অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী উপস্হিত থাকবেন।

এক জনসমাবেশেও তিনি ভাষন দেবেন।

পরে, রাঁচিতে ঐ রাজ্যের উন্নয়নকামী জেলাগুলির জেলা শাসকদের সঙ্গেও মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

 

CG/BD/NS/…



(Release ID: 1533474) Visitor Counter : 49


Read this release in: English