রাসায়নিক ও সার মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকশিত ভারত সংকল্প যাত্রা: বিভিন্ন সচেতনতামূলক কর্মসুচি চলছে মান্দাই এর বিভিন্ন ভিলেজে

Vikshit Bharat Sankalp Yatra: draws rural crowd to the camps at Mandwi

प्रविष्टि तिथि: 20 NOV 2023 5:52PM by PIB Agartala

আগরতলা, ২০ নভেম্বর ২০২৩।। সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা মানুষে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৫ই নভেম্বর যে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন, রাজ্যেও সেই কর্মসূচী জোর কদমে চলছে। আজ জিরানীয়ার  মান্দাই ব্লকের জনজাতি অধ্যুষিত বিভি্ন্ন গ্রামে ভারত সরকারের 'হামারা সংকল্প বিকশিত ভারত' নামে প্রচার গাড়ি পৌঁছালে এলাকার জনগনের মধ্যে উৎসাহ তৈরি হয়। আজ দুপুরে মান্দাইয়ের দিনকোবরা পাড়া পঞ্চায়েত, কাইরাই এডিসি ভিলেজ কার্যালয় প্রাঙ্গনে বিকশিত ভারত সংকল্প যাত্রায় বহু মানুষ সমবেত হন। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা,প্রধানমন্ত্রী কৃষি বিমা যোজনা, হরঘর জল, জনধন যোজনা, প্রধানমন্ত্রী সষ্য বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনা প্রভৃতি যোজনা সম্পর্কে জনগনকে অবহিত করা হয়। এসব যোজনায় সুবিধাভোগীরা তাদের সুফললাভের বিষয়ে বলেন।

   


কর্মসূচীতে আধুনিক ড্রোণ উড়িয়ে গ্রামবাসীদের বোঝানো হয় কীভাবে ড্রোণের সাহায্যে কৃষিক্ষেত্রে কীট নাষক, সার ইত্যাদি সহজে ছড়ানো যায়, জমির মাপযোক করা সম্ভব হয় ইত্যাদি।

  

SKC/Agt


(रिलीज़ आईडी: 1978331) आगंतुक पटल : 36