রাষ্ট্রপতিরসচিবালয়

ছয়টি দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে নিজ নিজ নথিপত্র জমা দিলেন

Posted On: 13 MAR 2019 3:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০১৯

 

    চিলি, বুলগেরিয়া, কিরঘিজ সাধারণতন্ত্র, নেপাল ও মন্টেনিগ্রো-র রাষ্ট্রদূত ও সেশেলস-এর হাই-কমিশনার আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের কাছে নিজেদের পরিচয় সম্বলিত নথিপত্র পেশ করেন। আজ যেসব দেশের রাষ্ট্রদূতেরা নথিপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন- চিলির রাষ্ট্রদূত মিঃ জুয়ান রোলান্ডো অ্যান্জুলো মনসালভে, বুলগেরিয়ার রাষ্ট্রদূত শ্রীমতি ইলিওনোরা দিমিত্রোভা, কিরখিজ সাধারণতন্ত্রের রাষ্ট্রদূত মিঃ আসেইন ইসায়েভ, নেপালের রাষ্ট্রদূত মিঃ নিলাম্বর আচার্য্য, সেশেলসের হাই-কমিশনার মিঃ টমাস সেলবি পিল্লাই ও মন্টেনিগ্রো-র রাষ্ট্রদূত মিঃ জোরান জানকোভিচ।

 

 

CG/SC/NS


(Release ID: 1568746) Visitor Counter : 99


Read this release in: English